তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ১২শতাধিক মানুষ হতাহতের ঘটনায় বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পীর সাহেব চরমোনাই ঃ তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষ নিহত, দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সোমবার এক শোকবাণীতে ইসলামী আন্দোলনের আমীর বলেন, ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষ নিহত এবং আহত হয়েছে। এ সময় ঘর-বাড়ি ও সম্পদেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। যা আমাদের মর্মাহত করেছে। ভূমিকম্পে নিহতদের প্রতি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেইসাথে সংশ্লিষ্ট দেশের সরকার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভয়াবহ ভূমিকম্পে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। পীর সাহেব চরমোনাই নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন।
খেলাফত মজলিস ঃ ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের। শোকবাণীতে নেতৃদ্বয় ভূমিকম্পে নিহত সকল মুসলিমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আবারো এই ভয়াবহ ধ্বংসকা- থেকে সকলকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করেন। প্রাকৃতিক এই দুর্যোগে তুরস্ক ও সিরিয়ার পাশে এসে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য খেলাফত মজলিস নেতৃবৃন্দ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সামর্থ অনুযায়ী ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ দু’টির দুর্দিনে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও খেলাফত মজলিস নেতৃদ্বয় উদাত্ত আহ্বান রাখেন। তারা বলেন, আল্লাহ রব্বুল আলামিন তুরস্ক ও সিরিয়ার জনগণ যেন এ শোক ও সম্পদের ক্ষয়-ক্ষতি থেকে সহজেই কাটিয়ে উঠতে সাহায্য করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন