শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বেলজিয়ামের রানী মাথিল্ডে ম্যারি ক্রিষ্টিন এখন রোহিঙ্গা ক্যাম্পে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৮ পিএম | আপডেট : ৩:০২ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে ম্যারি ক্রিষ্টিন।
তাঁর এই সফরকে ঘিরে পুরো ক্যাম্প এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ,এবিপিএন সদস্যরা ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কক্সবাজার এসপছপন তিনি। কক্সবাজার থেকে
সড়ক পথে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন।

সূত্রে জানা গেছে, উখিয়ার ৫টি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বেলজিয়ামের রানী। ওই ক্যাম্প গুলো হলো ক্যাম্প-৩, ক্যাম্প- ৪ এক্সটেনশন, ক্যাম্প-৫ সমূহ পরিদর্শন করবেন।

এ সময় এনজিও সংস্থার পরিচালনাধীন গণস্বাস্থ্য হাসপাতাল, বায়ুগ্যাস প্লান্টেশন, ইকো পার্ক, কমিউনিটি সেন্টার, হলিচাইল্ড লার্নিং উইমেন মার্কেট পরিদর্শনের কথা রয়েছে।

এছাড়াও মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গা নারীদের সাথে কথা বলবেন তিনি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, বেলজিয়ামের রানী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসাকে কেন্দ্র করে পুরো ক্যাম্প এলাকায়নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনদিনের সফরে ঢাকায় এসেছেন বেলজিয়ামের রানী মাধিতে ম্যারি ক্রিষ্টিন। এ সময় তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে এম আব্দুল মোমেন ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ক্যাম্প পরিদর্শন শেষে রানী বিকেলে ঢাকা ফেরার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন