শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুন্নাতে নববীর আদর্শের মুর্তপ্রতিক ছিলেন শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান (রহ)

জকিগঞ্জে আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দীস ছাহেব (রহ)-এর ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাততা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩১ পিএম

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর সুযোগ্য খলীফা শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান (রহ) ছিলেন রাসুলুল্লাহ (স) এর সুন্নতি আদর্শের এক মুর্ত প্রতিক। তিনি অর্ধশতাব্দীকাল ব্যাপী বাংলাদেশের বিভিন্ন কামিল মাদ্রাসায় হাদীসে নববীর খেদমতে নিয়োজিত ছিলেন এমনকি ইন্তেকালের পূর্ব পর্যন্ত হাদীসে নববীর দরসে নিয়োজিত ছিলেন। পাশাপাশি তিনি ইলমে তাসাউফের একজন মুর্শিদ ছিলেন। বহু মানুষকে তিনি হেদায়াতের পথ দেখিয়ে গেছেন। মাযহাব, মাসলাক, দল মত নির্বিশেষে বিজ্ঞ উলামায়ে কেরামের জটিল ইলমি সমস্যার কুরআন সুন্নাহভিত্তিক সমাধানের কেন্দ্র ছিলেন উস্তাযুল আসাতিজা আল্লামা মো. হবিবুর রহমান।

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক বিচারপতি, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দীসিন, শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দীস ছাহেব (রহ)-এর ১ম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল জকিগঞ্জের রারাই গ্রামে মুহাদ্দীস ছাহেব বাড়ী সংলগ্ন মাঠে মঙ্গলবার সকাল ১০ টার সময় খতমে কুরআন, খতমে বুখারী, মিলাদ শরীফ ও মুহাদ্দীস ছাহেব (রহ)-এর বড় ছাহেবজাদা দারুল হাদীস লতিফিয়া ইউকের সিনিয়র শিক্ষক মাও. আবদুল আউয়াল হেলালের দোয়ার মাধ্যমে শুরু হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে তালীম তরবিয়ত প্রদান করেন মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রবীন শিক্ষক প্রফেসর ড. ইউসরি রুশদী জাবর আল হাসানী, আল্লামা ছাহেব কিবলাহ (রহ)-এর সুযোগ্য উত্তরসুরী হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, ভারতের উজানডিহীর পীর সৈয়দ মোস্তাক আহমদ আল-মাদানী, সৈয়দ জুনাইদ আহমদ মাদানী, দারুল হাদীস লতিফিয়া লন্ডনের গভর্ণিং বডির চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল, অট্রেলিয়ার প্রফেসর ড. আহমদ আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাও. আহমদ হাসান চৌধুরী ফুলতলী, শায়খ আবি আব্দুৃল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, জার্মানির এরফোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক হাফিজ মাও. মারজান আহমদ চৌধুরী ফুলতলী, সায়্যিদ মুরাদ আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. শিহাব উদ্দীন আলিপুরী, মুফতি বেলাল আহমদ, মোশাহিদ আহমদ কামালী, গাছবাড়ী জামেউল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাও. বশির উদ্দীন, কালীগঞ্জ বাজার মসজিদের খতীব মাও. আজিজুর রহমান, আল-ইসলাহ মহাসচিব মাও. মুফতি একেএম মনোহর আলীল, দারুন নজাত কামিল মাদ্রাসার শিক্ষক মাও. মোহাম্মদ ফরিদ, সৎপুর দারুল হাদীস কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আবু জাফর মোঃ নোমান, লন্ডন প্রবাসী মুফতি মোহাম্মদ এহসান, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. শিহাবুদ্দীন খাদিমানী, মালেয়শিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ইয়াসিন। মাহফিলে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন