গত বছর প্রকাশিত নিজের একক অ্যালবাম ‘রেনেসাঁ’ নিয়ে বিশ্ব সফরে বেরুবেন যুক্তরাষ্ট্রের সংগীত তারকা বিয়ন্সে। মে মাসে সুইডেন দিয়ে শুরু হবে এই সফর। সিএনএন জানিয়েছে, বুধবার ইনস্টাগ্রামে একটি পোস্টারের সঙ্গে নিজের দীর্ঘ প্রতীক্ষিত ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দেন এই গায়িকা। ক্যাপশনে লেখেন- ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর ২০২৩’। মে মাসে সুইডেনের স্টকহোমের ফ্রেন্ডস এরেনায় পরিবেশনার মধ্য দিয়ে সফরটি শুরু করবেন বিয়েন্সে। জুলাই মাসে ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডেও একাধিক শো করবেন তিনি। সিএনএন জানিয়েছে, এর আগের বাতিল শোগুলো নিউ অরলিন্সের সিজারস সুপারডোমে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। বিয়ন্সে ৪৩ দিনের এই সফরে পাঁচ দিন যুক্তরাজ্যের জন্য বরাদ্দ রেখেছেন বলে জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে যুক্তরাজ্যের শোগুলোর টিকেট বিক্রি শুরু হবে। এবং বিশ্বব্যাপী বিক্রি শুরু হবে ৭ জানুয়ারি থেকে। গ্র্যামি বিজয়ী এই তারকার সপ্তম অ্যালবাম রেনেসাঁ। গত জুলাই মাসে মুক্তি পাওয়ার পর এটি বেশ জনপ্রিয়তা পায়। সর্বশেষ ২০১৮ সালে ‘অন দ্য রান ২’ শিরোনামের বিশ্ব সফরে করেছিলেন বিয়ন্সে। উত্তর আমেরিকা এবং ইউরোপের মোট ৪৮টি জায়গায় অনুষ্ঠিত হয়েছিল শো। যেখানে গায়িকা ও তার সাথে স্বামী র্যাপার জে-জেডের যৌথভাবে গেয়েছিলেন। স¤প্রতি দুবাইয়ের আটলান্টিস দ্য রয়্যাল রিসোর্টে একটি ব্যক্তিগত কনসার্ট গিয়েছিলেন ৪১ বছর বয়সী এ গায়িকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন