শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাগুরায় প্রধানমন্ত্রীর চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মাগুরা জেলায় বিভিন্ন অসুস্থ ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ অর্থ বরাদ্দ করা হয়েছে। গত সোমবার দুপুরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি অসুস্থ মানুষের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। উক্ত অনুষ্ঠানে মাগুরা জেলার ৫৫ জন অসুস্থ ও অস্বচ্ছল ব্যক্তির মাঝে ৩৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও প্রধানমন্ত্রী সমাজের সকল স্তরের মানুষের জীবনমান উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় অসুস্থ ও অসহায় মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এ মহতি উদ্যোগ বাস্তবায়নে মাগুরা জেলা প্রশাসন সর্বদা তৎপর থাকবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন