শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেলজিয়ামের রানী আজ খুলনা যাচ্ছেন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৯ পিএম

জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি ও মানুষের সংগ্রাম দেখতে আজ বুধবার খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন এবং কালাবগীর ঝুলন্তপাড়ায় যাচ্ছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে। তিনি ঝুলন্তপাড়া ঘুরে দেখবেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন। রানী উপজেলার সুতারখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউএনডিপির পানি শোধনাগার পরিদর্শন করবেন। এ ছাড়া একই ইউনিয়নের কালবগী এলাকার ঝুলন্তপাড়ায় বন্যা সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন শেষে প্রকল্পের উপকারভোগীদের সঙ্গেও মতবিনিময় করবেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একজন সহায়ক অনুপ্রেরণাদায়ক পদমর্যাদার ভুমিকায় দায়িত্বপালনকারী হিসেবে, বেলজিয়ামের রানী এখন ৩ দিনের সফরে বাংলাদেশে রয়েছেন। বেলজিয়ামের রানীর এই সফরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দাকোপ উপজেলা প্রশাসন। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস জানান, বেলা ১২ টায় হেলিক্পটারে করে রানী দাকোপে আসবেন। প্রথমে সুতারখালী ইউপি কমপ্লেক্সে পরে নৌপথে সুতারখালী যাবেন। তার সঙ্গে জাতিসংঘের আরও ১৭ কর্মকর্তা থাকবেন। রাণীর সফরকে কেন্দ্র করে উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া একটি হেলিপ্যাড এবং স্পিড বোট প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরো জানান, রানীর সফরের আগে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) একটি বিশেষ দল ইতিমধ্যে পানি শোধনাগার ও বন্যা প্রকল্প এলাকা পরিদর্শন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন