বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভালবাসা দিবসে আলিঙ্গন করুন, তবে গরুকে, পরামর্শ মোদি সরকারের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৮ পিএম

ভ্যালেন্টাইনস ডে-র সঙ্গে হিন্দুত্ববাদীদের সম্পর্ক কোনও কালে ভাল নয়। পাশ্চাত্য সংস্কৃতি ঠেকাতে যুবক-যুবতীদের উপর চড়াও হতে দেখা গিয়েছে তাদের। যদিও এবার ভারতের খোদ মোদি সরকার ভ্যালেন্টাইনস ডে স্পেশাল পরামর্শ দিল। অভিনব পরামর্শ। সরকারের পশু কল্যাণ বোর্ড এক বিবৃতিতে আমজনতার প্রতি আবেদন জানাল, ভ্যালেন্টাইন্স ডে-র দিনে তথা ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করুন।

কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর সংবাদ শিরোনামে গরু এসেছে বারবার। গরুর মাংস খাওয়া নিয়ে বিতর্ক, সহিংসতা, গোমাতা রক্ষা, গরু রক্ষণাবেক্ষণে সরকারি উদ্যোগ গোয়াল তৈরি যেমন হয়েছে, অন্যদিকে গরুর উপকারিতা নিয়ে আজব সব দাবি উঠেছে। গোবর, গোমূত্র, এমনকী গরুর নিঃশ্বাসে কঠিন রোগ সেরে যায়ও বলা হয়েছে। গরুর দুধে সোনা আছে বলে দাবি করেছিলেন রাজ্যের অন্যতম বিরোধী নেতা দিলীপ ঘোষ।

এদিন কেন্দ্রের পশু কল্যাণ বোর্ড এক বিবৃতিতে বলেছে, পশ্চিমের চাপে বৈদিক সংস্কৃতি মুছে যেতে বসেছে। পাশ্চাত্যের চাকচিক্যে আমরা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে ভুলতে বসেছি। সেই কারণেই অভিনব আবেদন করা হয়েছে। পশু কল্যাণ বোর্ড আরও জানিয়েছে, গরুর অনেক উপকারিতা রয়েছে। তাদের আবেদন, যারা গরুকে ভালবাসে তারা যেন ১৪ ফেব্রুয়ারি গবাদি পশুকে আলিঙ্গন করেন। তাতে জীবন আরও সুখের হয়ে উঠবে।

এভাবেই ‘গরু আলিঙ্গন দিবস’ তথা ‘কাউ হাগ ডে’ পালনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় বোর্ড। কিন্তু শুধু গরুই কেন? অন্য প্রাণী নয় কেন, প্রশ্ন তুলছে বিরোধীরা। সূত্র: টাইমস নাউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন