শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্লাস্টিক বোতলের জ্যাকেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভারতের লোকসভায় গতকাল ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিকে একটি বিশেষ নিল রঙের জ্যাকেট পরে সংসদ ভবনে ভাষণ দিতে দেখা যায়। জ্যাকেটের বিশেষত্ব হল এটি প্লাস্টিকের বোতল থেকে তৈরি। গত সোমবার বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক চলাকালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে মোদিকে জ্যাকেটটি উপহার দেয়া হয়।

আইওসি প্রধানমন্ত্রী মোদিকে যে জ্যাকেট উপহার দিয়েছে সেটি তামিলনাড়ুর একটি কোম্পানি ‘শ্রী রেঙ্গা পলিমার’ তৈরি করেছে। কোম্পানির ম্যানেজিং পার্টনার সেন্থিল শঙ্কর দাবি করেছেন, পেট বোতলে এ ধরনের জ্যাকেট তৈরিতে গড়ে ১৫টি বোতল ব্যবহার করা হয়।

সংস্থার তরফে জানানো হয়েছে ‘বোতল থেকে প্রথমে ফাইবার তৈরি করা হয় এবং তারপর তা থেকে সুতো তৈরি করা হয়। সুতো দিয়ে কাপড় তৈরি করা হয় এবং শেষে পোশাক তৈরির কাজ করা হয়। রিসাইকেল করা বোতল থেকে তৈরি জ্যাকেটের দাম খুচরা বাজারে পড়বে ২ হাজার টাকা। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন