শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শিরোপায় চোখ বাংলাদেশ ও নেপালের

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপায় চোখ স্বাগতিক বাংলাদেশ ও নেপালের। টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে দু’দল। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।
বয়সভিত্তিক সাফের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ, তা আগেই সবার জানা ছিল। এবার রাউন্ড রবিন লিগের খেলাতেও তার প্রমাণ মিললো। লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। আর লিগের শেষ ম্যাচে ভুটানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে তালিকার শীর্ষে থেকেই ফাইনালে নাম লেখান শামসুন্নাহার জুনিয়ররা। তবে এবারের টুর্নামেন্টে এক চমকের নাম নেপাল। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে হেরেও ভুটানকে ৪-০ ও শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছে তারা। এবার নেপালীদের সমানে শিরোপার পাশাপাশি প্রতিশোধ তোলার মিশন। ফাইনালে তারা স্বাগতিকদের বিপক্ষে লিগ পর্বের হারের প্রতিশোধ নিতে চায়। ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরং এবং অধিনায়ক প্রীতি রায়। গতকাল বিকালে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইয়াম প্রাসাদ গুরং বলেন,‘আমরা লিগ পর্বে হারের প্রতিশোধ ফাইনালে নিতে চাই। বাংলাদেশকে হারাতে চাই। আমাদের সেই সামর্থ্য ও আতœবিশ্বাস রয়েছে।’ একদিন আগে ভারতকে হারিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে আরেক শক্তিশালী দল বাংলাদেশের মুখোমুখি হচ্ছে নেপাল। এতে অবশ্য চাপ অনুভব করছেন না নেপালী কোচ, ‘কোনো চাপ নেই। আমরা সময়ের সঙ্গে মানিয়ে খেলি। আমি জানি বাংলাদেশের দূর্বলতা কোথায়। তবে তা এখন প্রকাশ করবো না।’
অধিনায়ক প্রীতি রায় বলেন, ‘ফাইনাল ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। আমরা ভারতকে হারিয়ে এখন বেশ আতœবিশ্বাসী হয়ে উঠেছি। বাংলাদেশ শক্তিশালী দল হলেও ফাইনালে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাই। আশা করি আমরা নিজেদের কষ্টের ফল পাবো।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অংশের বেশিরভাগ ছিল অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রকে ঘিরেই। মঙ্গলবার লিগ পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করার পর দেশটির ফুটবলাররা বাংলাদেশ অধিনায়ককে নিয়ে বেশ উৎসাহি হয়ে উঠেছিলেন। মাঠে ফিজিও যখন পানি নিয়ে আসেন তখন ভূটানী ফুটবলাররা শামসুন্নাহারকে বলছিলেন,‘ পানি খাও, পানি খাও, আর গোল দিও না।’
মজার সুরে ভুটানী কন্যাদের বলা কথাগুলো বেশ উপভোগই করছিলেন শামসুন্নাহার। মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও বাইরে ভুটানের মেয়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। কাল তা জানালেন তিনি, ‘ওরা আমার চুলের স্টাইল পছন্দ করেছে। আমার ফেসবুক, ইন্সটাগ্রাম আছে কিনা জিজ্ঞেস করেছে। আমার নামের বানান বড় হওয়ায় ওদের লিখতে কষ্ট হচ্ছিল। পরে আমি তাদের জার্সিতে লিখে দেই।’ তিন ম্যাচের দুটিতেই গোল পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ফাইনালে সুযোগ পেলেও গোল করতে চান তিনি। শামসুন্নাহার বলেন, ‘সুযোগ পেলে আমি গোল কররো। আর যদি দেখি আমার চেয়ে ভালো অবস্থানে দলের অন্য কেউ আছে তাকে দিয়ে গোল করানোর চেষ্টা করবো। আমাদের লক্ষ্য শিরোপা জেতা। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অবশ্যই আমরা জিতবো।’
গত ছয় মাসে সাফের তিনটি টুর্নামেন্টের ফাইনালে নেপালকে পেয়েছে বাংলাদেশ। সেপ্টেম্বরে কাঠমান্ডুতে সিনিয়র সাফে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়ে শিরোপা জিতেছিলেন সাবিনারা। ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে অবশ্য রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের। আর আজ আরেকটি ফাইনালে মুখোমুখি এ দুই দেশ। তাই প্রতিপক্ষ নেপালকে সমীহ করেই বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘নেপাল বেশ শক্তিশালী দল। কারণ তারা ভারতকে হারিয়েছে। আমরাও শক্তিশালী। ফাইনালে ভাল একটি ম্যাচ হবে আশাকরি।’ তিনি যোগ করেন,‘আমরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলবো। জয়ের জন্যই মাঠে নামবো। আশা করি মেয়েরা নিরাশ করবে না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন