বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে আগুন গুজবে রোগী ও স্বজনদের ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টিকে সম্পূরণ গুজব বলে দাবী করে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম সাংবাতিকদের জানান, “শুক্রবার রাতে হাসপাতালের মূল ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে এক রোগীকে অক্সিজেন দেওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় সিলিন্ডারের রেগুলেটর থেকে অক্সিজেন বের হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়। তখন আগুন আতঙ্কে রোগী ও স্বজনরা হুড়োহুড়ি করে নিচে নেমে যায়। “খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত হাসপাতালে পৌছে পরিস্থিতি পযবেক্ষন করে সবাইকে আশ্বস্ত করে’ বলেও জানান তিনি।।”
হাসপাতাল কতৃপক্ষও দ্রুত ওয়ারডে পৌছে সকলকে আশ্বস্ত করেছে বলে পরিচালক জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন