কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন, শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেননা; তিনি উন্নয়নের রাজনীতি করেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে লিপ্ত হয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করছে। বাংলাদেশর সকল উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। বঙ্গবন্ধুর মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। তিঁনি দেশের উন্নয়নের পরিকল্পনা করেছেন, স্বপ্ন দেখছেন; তাঁর সুযোগ্য কণ্যা এখন উন্নয়ন বাস্তবায়ন করছেন। শেখ হাসিনা উন্নয়নে প্রতীক। ২০২৪ সালের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য সবাইকে অনুরোধ করেন। এসময় শান্তি সমাবেশের মাধ্যমে সরকারের সকল উন্নয়ন বার্তা সকলের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান লাইলী।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত 'শান্তি সমাবেশের' কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে লাইলী এসব কথা বলেন।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক এমএ মমিন পাটোয়ারী,
জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, আওয়ামী লীগ নেতা আবদুজ্জাহের সাজু, নুরুল আমিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আশরাফুল জামান রাসেল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বিপ্লব, ছাত্রলীগ নেতা রুবেল ও হারুন।
বিএনপি'র পদযাত্রার পাল্টা হিসাবে শনিবার দেশের প্রতিটি ইউনিয়নে শান্তি কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। ইউনিয়ন পর্যায়ের এ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী তার নির্ধারিত জেলা লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে দলীয় সমাবেশে অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন