শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুষ্টিয়ার খোকসায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৪ পিএম

কুষ্টিয়ার খোকসা থানাধীন রমানাথপুর আরশাদ মোড়ে বাটাহাম্বা গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত জনি (৩০) পেশায় একজন রাজমিস্ত্রি । স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় যে, তিনি শনিবার সকাল আটটার সময় রমানাথপুর নিজ বাড়ি থেকে তার ব্যবহৃত ডিসকভারি ১০০ সিসি মোটরসাইকেলটি নিয়ে কাজের উদ্দেশ্য বাড়ি থেকে ৫০ গজ দুরুত্বে আরশাদ মোড়ে পৌছালে অপর দিক থেকে আসা ঘাতক বাটাহাম্বা গাড়ির ড্রাইভার জামাল (২৫) পিতা মোঃ জান্নান বাটাহাম্বা গাড়িটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মটর সাইকেলটি নিয়ে দাড়িয়ে থাকা জনি (৩০), কে ধাক্কা মারলে ঘটনা স্থলেই গুরুতর রক্তাক্ত জখম হয়ে মারা যান। পরবর্তীতে স্থানীয় লোক জন এসে নিহত জনি (৩০) কে উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে যায়। এদিকে ঘাতক বাটাহাম্বা গাড়ির ড্রাইভার জামাল (২৫) পলাতক রয়েছে , স্থানীয় লোকজন ঘাতক গাড়িটি উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে ও রমানাথপুর ক্যানাল সড়ক অবরোধ করে রেখেছে।

নিহত জনি (৩০) মোঃ টিপু হোসেনের এক মাএ ছেলে, তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন