শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেনাপোল কাস্টমস হাউসের কার্গো শাখায় গেটপাস জটিলতায় বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে রফতানি বানিজ্য বন্ধ : শতশত পন্য বোঝাই ট্রাক আটকে আছে দু পাড়ে -

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৪ পিএম

বেনাপোল কাস্টমস হাউসের কার্গো শাখায় গেটপাস জটিলতায় বেনাপোল বন্দর দিয়ে আজ রোববার সকাল থেকে দু’দেশের মধ্যে বন্ধ রয়েছে আমদানি-রফতানি বানিজ্য। ফলে পেট্টাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোন পণ্য আমদানি রফতানি হয়নি।

গত ২ দিনেও গেটপাস জটিলতার সুরাহা না হওয়ায় বন্দরে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। ফলে দুই পাড়ের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্যবোঝাই ট্রাক।
ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, ট্রাকের ডেমারেজ চার্জ ও বাড়ছে। ট্রাকে পচে নষ্ট হচ্ছে পিয়াজ, মাছ ,পান, ফল, মরিচসহ বিভিন্ন খাদ্যপণ্য। এর সুরাহা চান ব্যবসায়ী নেতার।
বন্দর ব্যবহারকারী সংগঠনের সিএন্ডএফ এজেন্টসস্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে পণ্য আমদানিতে বেনাপোল চেকপোস্ট কার্গো শাখায় গেট পাস (আইজিএম) সম্পন্ন করা হতো ম্যানুয়ালে। কাগজপত্রে ভুল হলে কাস্টমসের সহকারী কমিশনার তদন্ত করে সংশোধন পূর্বক পণ্য আমদানির নির্দেশনা দিতেন। জানুয়ারি থেকে এনবিআর নির্দেশনা দেয় ভারত থেকে পণ্য আমদানিতে কাস্টমস কার্গো শাখায় প্রবেশ মুখেই অনলাইনে আইজিএম করতে হবে। ফলে ভুল হলে সংশোধনে বিড়ম্বনাসহ কালক্ষেপণ হবে ব্যবসায়ীদের। সময় ও অর্থ অপচয় হবে প্রতিনিয়ত। ফলে ভারতের বন্দর ব্যবহারকারীরা বেনাপোল বন্দও দিয়ে গেটপাস ইস্যু বন্ধ করে দিয়েছে। আগের নিয়মে গেটপাস চালুর দাবি জানান ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দরের ডাইরেক্টও আ: জলিল জানান, বিষয়টি নিরসনে রোববার উভর দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়েছে। আশা করি দ্রুতই বিষয়টি সমাধান করা সম্ভব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন