শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বেসামরিকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে মিয়ানমার সামরিক জান্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪০ পিএম

মিয়ানমারের বেসামরিক নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দিতে যাচ্ছে দেশটির সামরিক জান্তা। ‘রাষ্ট্রের প্রতি অনুগত’ ও স্থানীয় নিরাপত্তা বাস্তবায়নের শর্তে তাদের এই লাইসেন্স দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরাবতি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, বেসামরিক নাগরিকদের বন্দুক রাখার সুযোগ করে দেওয়ার কারণে জান্তা-সমর্থিত গোষ্ঠীগুলো শক্তিশালী হবে। এটি কেবলই সহিংসতা বাড়িয়ে দেবে।
প্রায় প্রতিদিনই সামরিক বাহিনী ও সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। পুরো দেশেই এ ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
নথিতে উল্লেখ করা বন্দুকের লাইসেন্সের শর্তগুলোর একটি হলো বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। বন্দুক রাখার পক্ষে নিরাপত্তাজনিত স্পষ্ট প্রয়োজনীয়তা দেখাতে হবে। পাশাপাশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের শর্ত পূরণ করতে হবে।
নথিতে বিদ্রোহবিরোধী সংগঠনগুলোর সদস্যদের, সরকারিভাবে গঠিত মিলিশিয়া এবং সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য পিস্তল, রাইফেল ও সাবমেশিনগান বহনের ব্যবস্থা রাখা হয়েছে, যতক্ষণ না তাঁদের জন্য এ ধরনের অনুমতি রয়েছে।
অবশ্য ১৫ পৃষ্ঠার নথিটির সত্যতা তাৎক্ষণিক যাচাই করতে পারেনি রয়টার্স। এ ধরনের আইন কবে থেকে কার্যকর হবে, সেটাও স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোনটি ধরা হয়নি।
২০২১ সালের ১ ফেব্রুয়ারিতে দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং হ্লাইং এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে। সু চিকে আটক করা হয় এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা করে এবং কয়েটি মামলায় তাঁর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।
সামরিক জান্তা মিন অং হ্লাইংয়ের প্রশাসনের বিরুদ্ধে দেশটিতে সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রয়েছে। গঠিত হয়েছে জান্তাবিরোধী ছায়া সরকার ও বিদ্রোহী বাহিনী। অভ্যুত্থানের পর থেকে জান্তাবিরোধী বিক্ষোভে ও সেনাবাহিনীর হামলায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার লোক নিহত হয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন