বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিমাদের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করেছে রাশিয়া: লা মন্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৫ এএম

রাশিয়ার অর্থনীতি পশ্চিমাদের প্রত্যাশার তুলনায় শক্তিশালী প্রমাণিত হয়েছে, মঙ্গলবার প্রভাবশালী ফরাসি সংবাদপত্র লা মন্ডে বলেছে। গত ১২ মাসে রাশিয়ার অর্থনীতি কীভাবে কাজ করছে সে বিষয়ে এক প্রতিবেদনে তারা এ মন্তব্য করেছে।

ফরাসি সংবাদপত্রের মতে, ‘শুধুমাত্র একটি জিনিস নিশ্চিত, দেশটি পশ্চিমাদের দ্বারা ঘোষিত ‘পতন’ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা প্রতিষ্ঠার শিকার হয়নি, যা ২০২২ সালের মার্চ থেকে পরপর নয়টি তরঙ্গ দ্বারা প্রসারিত হয়েছে।’

‘জানুয়ারীতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল পশ্চিমাদের জন্য হতাশাজনক একটি প্রতিবেদন প্রকাশ করে সবাইকে অবাক করেছে। সেখানে বলা হয়েছে, ২০২২ সালে রাশিয়ার মন্দা সীমাবদ্ধ ছিল ২ দশমিক ২ শতাংশে, যা ২০২২ সালের মার্চ মাসে পরিকল্পিত ৮ দশমিক ৫ শতাংশ থেকে অনেক কম,’ লা মন্ডে রিপোর্ট করেছে।

রাশিয়ায় ব্যবসায়িক কার্যকলাপ এ বছর ০ দশমিক ৩ শতাংশ এবং ২০২৪ সালে ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পাবে, ‘অর্থাৎ ইউরো জোনে প্রত্যাশিত দশমিক ১ দশমিক ৬ শতাংশের চেয়ে বেশি’, পত্রিকাটি লিখেছে, ‘হঠাৎ প্রবণতা বাদ দিলে, এ তথ্যগুলো তাই রাশিয়ার প্রতিরোধের বিষয়টি নিশ্চিত করবে।’ সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন