শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাচোলে সড়ক দুর্ঘটনায় কুমড়া ব্যবসায়ী নিহত আহত -১

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভোলা মোড় নাচোল-আড্ডা সড়কে কুমড়া ব্যবসায়ী ভটভটির চাপায় নিহত হয়েছে।

নিহত ব্যক্তি নওগাঁ জেলার সাপাহার উপজেলার গোডাউন পাড়া গ্রামের নাইমুল হকের ছেলে মহবুল (৪০) এবং আহত ব্যক্তি সাপাহার উপজেলার শিমলা বাবুপুর গ্রামের মৃত আব্দুর রউপ এর ছেলে কালাম (৪০)।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে নাচোল সদর ইউপির নাচোল-আড্ডা সড়কের ভোলা মোড়ে কুমড়া ভর্তি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে নিজে নিজেই উল্টে যায়।

এতে করে ভটভটির উপরে থাকা দুই ব্যক্তি ভটভটির নিচে চাপা পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আহতদের নাচোল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহবুলকে মৃত ঘোষণা করেন এবং কালাম এর শরীরে গরম পানি পড়ে পিঠের নিচের অংশ পড়ে যায়। তার অবস্থা আশঙ্কা জনক ভেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন