শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গাজীপুরের শ্রীপুর বরমী বাজারে বিএনপি নেতাদের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেছে আওয়ামী লীগ সমর্থকরা। গত সোমবার সন্ধ্যায় বরমী বাজারে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা দলবদ্ধ হয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের অফিস, বড় বাজারের কাঠ ব্যবসায়ী বাহাদুরের অফিস, বিএনপির সমর্থক ফল ব্যবসায়ী খাইরুলের দোকান এবং কাঠ মহলের বিএনপি অপর এক সমর্থকের চায়ের দোকান ভাঙচুর করে। এ সময় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় ফল ব্যবসায়ী খাইরুল গুরুতর আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে বলে জানান উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির। তিনি জানান, হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন