শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউরোপের জ্বালানি ব্যয় ৮০ হাজার কোটি ইউরো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইউরোপে ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে জ্বালানি ব্যয় প্রায় ৮০ হাজার কোটি ইউরো ছুঁয়েছে। ব্রুগেল নামে এক থিংকট্যাংকের গবেষকরা সোমবার এ তথ্য প্রকাশ করেছে। ব্রাসেলসভিত্তিক থিংকট্যাংক ব্রুগেল জানায়, ২০২১ সালের সেপ্টেম্বরের পর জ্বালানি সংকট নিরসনে ৬৮ হাজার ১০০ কোটি ডলার বরাদ্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলো। এছাড়া ব্রিটেন ও নরওয়ের বরাদ্দ ছিল যথাক্রমে ১০ হাজার ৩০০ কোটি ও ৮১০ কোটি ডলার। প্রধান জ্বালানি উৎস রাশিয়া থেকে সরবরাহ কমায় গত বছর ইউরোপের জ্বালানি ব্যয় ছিল আকাশচুম্বি। জ্বালানি ব্যয়ের দিক থেকে শীর্ষে ছিল জার্মানি। ইউরোপের বৃহত্তম অর্থনীতিটি এ সময়ে ২৭ হাজার কোটি ইউরো বরাদ্দ করেছে। তার পরই রয়েছে ব্রিটেন, ইতালি ও ফ্রান্স। অবশ্য তাদের ব্যয় ১৫ হাজার কোটি ইউরোর নিচে। অন্যান্য ইউরোপীয় দেশগুলোর ব্যয় অবশ্য তার তুলনায় বেশ কম। মাথাপিছু ব্যয়ের দিক থেকে সর্বোচ্চ ব্যয় করেছে লুক্সেমবার্গ, ডেনমার্ক ও জার্মানি। করোনা পুনরোদ্ধারে ইইউ যে ৭৫ হাজার কোটি ইউরোর তহবিল গঠন করেছিল তার চেয়ে বেশি ব্যয় হয়েছে জ্বালানি খাতে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন