শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাবেক এমপি কায়কোবাদের মা রাশেদা বেগম ইন্তেকাল করেছেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৩ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মা এবং মুরাদনগর উপজেলা সদরের মরহুম কাজী মোজাফ্ফার আহমেদের স্ত্রী সৈয়দ রাশেদা বেগম (১০৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি পাচঁ ছেলে, পাচঁ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার বাদ আছর মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম (বড় মাদ্রাসা) মাঠে নামাজের জাানাযা শেষে উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।

ধার্মিক ও নেককার গুণবতী এই প্রবীণ নারীর মৃত্যুতে তার পরিবার সহ বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্ব ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
সৈয়দ রাশেদা বেগমের মৃত্যুতে, কুমিল্লা উত্তর জেলা বিএনপি, মুরাদনগর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কায়কোবাদ ফোরামসহ উপজেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন