রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হরিরামপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ৬ জনের জেল

হরিরামপুর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে অবৈভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ঘটনাস্থল থেকে ১টি বলগেট ও আনলোড মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া থেকে বাল্কহেড ও আনলোড মেশিনসহ ৯ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন অসুস্থ ও ২ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ জনকে ছেড়ে দেয়া হয়। বাকি ৬ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন লঙ্ঘন করায় ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। এ ঘটনায় সাজাপ্রাপ্তরা হলেন, দোহারের বাহ্রা এলাকার সোরাবের ছেলে মো. মুন্নাফ (৪৫), সোহরাব মিস্ত্রির ছেলে মো. খোকন (২৪), পটুয়াখালীর ঢেউখালী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মো. নুর আলম (৪৫), ইসমাইল মৃধার ছেলে মো. লালু (৫০), ফুরকানের ছেলে ফিরোজ মৃধা (২৮), পটুয়াখালীর বদরপুর এলাকার আবুল কামালের ছেলে মো. ফেরদৌস (২৫)।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া জানান, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ অভিযান অব্যাহত থাকবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন