বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাড়িতে বসে কাজ করতে চান এক তৃতীয়াংশ ইউরোপীয়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইউরোপীয় অঞ্চলের বাসিন্দাদের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, তাদের এক তৃতীয়াংশ ঘরে বসে অফিস করতে চান। এমনকি এ কাজের জন্য তারা তাদের চাকরিও বদলাতে রাজি। প্রকাশিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবির জরিপের ফলাফল থেকে এ ধারণা পাওয়া গেছে। ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো এ-সংক্রান্ত নীতি নির্ধারণের বিষয়টি নিয়ে কাজ করছে। বিশেষ করে ইসিবিসহ নানান প্রতিষ্ঠানের কর্মচারী ইউনিয়ন ও মালিকদের মধ্যে এ নিয়ে টানাপোড়েনের মুখে বিষয়টি নিয়ে তোড়জোর শুরু হয়েছে। গবেষণাপত্রটিতে বলা হয়, ‘কর্মচারীরা এমনকি চাকরি বদলাতে রাজি, যদি তাদেরকে ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়া হয়। ৩০ ভাগ কর্মী ঘর থেকে কাজ করতে চান।’ গবেষণায় আরও বলা হয়, কর্মচারীরা ঘর থেকে কাজ করার সুযোগ পেতে নতুন করে চাকরি খুঁজছেন। সেখানে দেখানো হয়, দুই তৃতীয়াংশ কর্মী সপ্তাহে অন্তত একদিন ঘরে বসে কাজ করতে চান। এর কারণ হিসেবে তারা অফিসে যাতায়াতের সময় বাঁচানোর কথা বলেন। যাদের ঘর থেকে অফিস যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে তারা মাসে অন্তত ১০দিন ঘরে বসে কাজ করার পক্ষে। যাদের ১৫ মিনিটের কম লাগে তারা গড়ে মাসে ছয় দিন ঘরে বসে অফিস করতে চান। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন