বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাদারীপুরে চীনা নাগরিক নিহতের ঘটনায় ড্রাম ট্রাকচালক আটক

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মাদারীপুরের শিবচরে পিকআপ ও ড্রাম ট্রাক সংর্ঘষে পদ্মাসেতু রেলওয়ে প্রকল্পের সার্ভে ইঞ্জিনিয়ার চীনা নাগরিক সাং বিন নিহতের ঘটনায় ড্রাম ট্রাক চালককে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহমুদুল হাসান। এর আগে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকার মিরপুর থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের গোলাপা শিকদারেরকান্দি গ্রামের ছাবু শিকদারের ছেলে মো. সাদ্দাম হোসেন শিকদার (৩২)। আটককৃতের বিরুদ্ধে শিবচর থানায় মামলা হয়েছে। র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহমুদুল হাসান জানান, ‘গত ১৮ ফেব্রুয়ারি সকালে ভাঙা থেকে ঢাকাগামী পদ্মাসেতু রেল প্রকল্পের ডাবল পিকআপ গাড়ি শিবচর উপজেলার দৌলতপুর বাঁচামারা ব্রিজের কাছে হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি বালুবাহী ড্রামট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংর্ঘষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে চীনা সার্ভে ইঞ্জিনিয়ার সাং বিনসহ ৪ জন আহত হলে ঢাকায় নেওয়ার পথে সার্ভে ইঞ্জিনিয়ার সাং বিন মারা যান।’ তিনি আরো জানান, ‘চীনা নাগরিক নিহতের ঘটনায় র‌্যাব ও শিবচর থানা পুলিশের সহযোগিতায় ওই দিন বিকেলেই শিবচর উপজেলার শুক্কুর হাওলাদারকান্দী থেকে ড্রামট্রাকটি উদ্ধার করা হয়। পরে ট্রাকের মালিককে খুঁজে বের করে চালককে সনাক্ত করা হয়। পরে র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় তথ্য-প্রযুক্তির কল্যাণে ঢাকার মিরপুর-১ থেকে ট্রাকচালক মো. সাদ্দাম হোসেনকে আটক করা হয়। প্রাথমিকভাবে চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দুঘর্টনা ঘটেছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে শিবচর থানায় মামলা হয়েছে। বাকিটা অধিক তদন্ত করলে আসলে রহস্য বের হয়ে আসবে।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট মুহতাসিমসহ চৌকস দলের সদস্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন