শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে জেলা আইনজীবি সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা পাল্টাপাল্টি সংবাদ সন্মেলন

শেরপুর জেলা প্রতিনিধি | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৭ পিএম

আগামি ২৩ ফেব্রোয়ারি শেরপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপি সমর্থিত দুটি পৃথক প্যানেল প্রতিদ্বন্দিতা করছে। ইতিমধ্যেই নির্বাচনের শেষ দিকে দুই পক্ষের প্রচার প্রচারণায় জমে উঠেছে আইনজীবি অঙ্গন। এরই মধ্যে আওয়ামলীগ সমর্থিত মোখলেছ-মুন্না প্যানেল ও বিএনপি সমর্থিত মোরাদ-হিরা প্যানেলের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। এনিয়ে বিএনপি সমর্থিত আইনজীবি প্যানেল মুরাদ- হীরা প্যানেলের পক্ষে আজ ২১ ফেব্রোয়ারি দুপুরে শহরের বটতলা এলাকায় সাংবাদিক সন্মেলন ডেকে নির্বাচনে বিশৃঙ্খলার আশংকার কথা জানানো হয়। জাতীয়তাবাদী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এড.আবু জার গাফ্ফারী লিখিত বক্তব্যে বলেন আইনজীবি সমিতির নির্বাচন দল মনোনীত হলেও অরাজনৈতিক পেশাজীবি সংগঠন। তারা অভিযোগ গত ২০ ফেব্রোয়ারি আওয়ামীলীগ সমর্থিত মোখলেছ-মুন্না পরিষদের পক্ষে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামীলীগের সভাপতি বলেছেন নির্বাচনের দিন তিনি (হুইপ) ভোটাঙ্গনে ব্যক্তিগত ভাবে অবস্থান করবেন। এতে সাধারন আইনজীবিরে মধ্যে আতংক, উত্তেজনার সৃষ্ঠি হয়েছে। ২০২১ সালের নির্বাচনেও বিশৃঙ্খলা হয়েছিলো। গত বছর অনিয়মের মাধ্যমে নির্বাচন না করেই জোরপূর্বক ক্ষমতায় ছিলো। এতে আইনজীবীরা ক্ষুব্ধ। তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।

অপরদিকে পাঁচ ঘন্টার ব্যবধানে বিকাল পাচটার দিকে একই এলাকায় বিএনপি সমর্থনে প্যানেলের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা দাবী করে সাংবাদিক সম্মেল করেছে আওয়ামী আইনজীবি প্যানেলের নির্বাচনী পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও সদস্য সচিব এড.আবুল মনসুর স্বপন। সাংবাদিক সন্মেলনে বক্তব্যে এড মনসুর বলেন, বিএনপি জামাতের পরিষদের এ ধরনের অভিযোগ ভিত্তিহীন, নির্বাচনকে বিতর্কিত করা ও পরিবেশ নষ্ট করার পায়তারা। হুইপ আতিক নির্বাচনে স্বশীরের থাকবেন এমন কথা কখনও কোথাও বলেননি। তিনি নির্বাচনের দিন সরকারি প্রয়োজনে শুধু শেরপুরে অবস্থান করবেন। অন্য অভিযোগকেও মিথা ভিত্তিহীন ও বিভ্রান্ত মূলক বলে দাবি করেন। এছাড়া বিএনপি জামাত সারা দেশে উদ্দেশ্য প্রনোদিত হয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসছে। এরই ধারাবাহিকতায় শেরপুরেও তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবো

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন