শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সঠিক ইতিহাস জানতে হবে নতুন প্রজন্মকে : খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গত সোমবার বিকেলে নিয়ামতপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় উদ্দ্যোগে উপজেলার ১২৮টি সরকারি বিদ্যালয়ের নব-নির্মিত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী আরও বলেন, বাঙালির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষা-ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। তাই নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা বলেছিলেন কেউ দাবায়া রাখতে পারবে না। বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি, পারবেও না। আজকে আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষী এ দিবসটি পালন করে। এটা বাঙালিরই একটা মর্যাদার আসন অর্জন করা। সেটা আসলে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব।
খাদ্যমন্ত্রী বলেন, আমাদেরকে আসল শিকড়ের সন্ধানে যেতে হবে। আমরা শিক্ষকেরা যদি সরে যাই আমরা যারা শিক্ষা নিয়ে চর্চা করি, আমরা যারা মানুষ গড়ার কারিগর, শিকর থেকে সরে যাই, সন্ত্রাসবাদ, মিথ্যা প্রচারণার দিকে চলে যাই তাহলে আমরা মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারব না।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন