শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পশ্চিম বঙ্গের মুক্তাক্ষর সাহিত্য সংগঠনের সম্মাননা স্মারক পেলেন মহসিন রাজু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪১ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বালুর ঘাটের সাহিত্য সংগঠন মুক্তাক্ষরের সম্মাননা স্মারক পেলেন ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও বগুড়া ব্যুরোচীফ মহসিন রাজু।
গত মঙ্গলবার রাতে বগুড়ার একটি হোটেলে
অনানুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারকটি মহসিন রাজুর হাতে তুলে দেন সংগঠনের সভাপতি কবি
দেবাশীষ অধিকারী। এসময় উপস্থিত ছিলেন,
কবি তপন কুমার পাল, সমাজসেবী দীপক কুমার ঘোষ সহ অন্যান্যরা।
উল্লেখ্য বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের
আমন্ত্রণে বালুরঘাটের কবি সংগঠন মুক্তাক্ষর এবং নৃত্য সংগঠনের ১১ সদস্যের একটি দল
বগুড়ায় আসে। এরা হলেন ছন্দমের সেক্রেটারী
পুর্বা বন্দোপধ্যায়, নৃত্য শিল্পী পল্লবী সরকার, বনশ্রী দাস,পুষ্পিতা ওরাঁও,সম্রাজ্ঞী মজুমদার ও
একতা দে।
সফর ব্যবস্থাপক শুভেন্দু দাস ও সমাজসেবী দীপক কুমার ঘোষ।
সংগঠনদুটির সদস্যরা জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত একুশে
মঞ্চে পারফর্ম করে দর্শক নন্দিত হন। অনুষ্ঠানে
সংগঠন দুটির পক্ষ থেকে বগুড়া জেলা প্রশাসন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দকে
উত্তরীয় পরিয়ে দেন ও সম্মাননা স্মারক প্রদান করেন। পুরো বিষয়টি সমন্নয়কের দায়িত্ব পালন করেন বিডিনিউজ এর বগুড়া প্রতিনিধি জিয়া শাহীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন