বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে হোটেল রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান:একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৪ পিএম

কেরানীগঞ্জে হোটেল রেস্টুরেন্ট ও ক্যাফেসহ বিভিন্ন খাবারের ও মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের নেতৃত্বে আজ বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ খোরশেদ আলম জানান, দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরের কদমতলী, শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া ও হাসনাবাদ এলাকায় হোটেল, রেস্টুরেন্ট,ক্যাফেসহ ও বিভিন্ন খাবারের ও মিষ্টির দোকানসহ ১১ টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর, নোংরা ও খোলা অবস্থায় খাবার পরিবেশন এবং সংরক্ষণ করার অপরাধে কেরানীগঞ্জ সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান ওই ১১টি প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা অর্থদণ্ড

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন