শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাদ্রাসা শিক্ষা নিয়ে কোন অপপ্রচার বরদাস্ত করা হবে না : শিক্ষা উপমন্ত্রী

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০০ পিএম

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সরকার শিক্ষাকে সকলের জন্য অগ্রাধিকার দিয়েছে। মাদ্রাসা শিক্ষাকে নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা চলছে। কোন প্রকার অপপ্রচার বরদাস্ত করা হবে না। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।উপবৃত্তি প্রদান করা হয়। স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন হচ্ছে। শিক্ষাকে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করেন। শুক্রবার সকালে রাজবাড়ীর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় উপমন্ত্রী বলেন, শিক্ষা শুধুমাত্র খাতা কলমে ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না শিক্ষার মূল্যায়ন বৃদ্ধি করতে হবে। এর বাস্তব রুপ দিতে হবে। পাংশা, বালিয়াকান্দি, কালুখালী মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মীর আঃ বাতেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী -২ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রাণী সাহা, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো , পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন