বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বাংলাদেশ ও কলকাতায় একসঙ্গে মুক্তি পেয়েছে ‘মায়ার জঞ্জাল’

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশ ও কলকাতায় গতকাল একসঙ্গে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে দুই বাংলায় ব্যাপক জন্মেছে। ধারণা করা হচ্ছে, এটি বছরের অন্যতম আলোচিত সিনেমার তালিকায় ঠাঁই পাবে। কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী সিনেমাটি পরিচালনা করেছেন। এ সিনেমার মাধ্যমে ১৯ বছর পর সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী অপি করিম। তার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটি মুক্তি উপলক্ষে বাংলাদেশে এসেছিলেন ঋত্বিক চক্রবর্তী। তিনি বলেন, যৌথ প্রযোজনার ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ। এটা হওয়া উচিত। আগে অনেক হয়েছে। দুই দেশের দর্শক দুই জায়গার কাজই দেখতে চান। এর মাধ্যমে আইডিয়ার যে এক্সচেঞ্জ হয়, সেটাও একটি ভাল দিক। সিনেমাটি প্রযোজনা করেছে ভিউজ অ্যান্ড ভিশনস। সিনেমাটি মুক্তি পেয়েছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, কেরানীগঞ্জের লায়নস, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিন, সাভারের সেনা অডিটোরিয়াম, বগুড়ার মধুবন, সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাব, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার লিবার্টি এবং শঙ্খ সিনেমা হলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন