বিশেষ উদ্যোক্তা সম্মাননা পেলেন তরুণ উদ্যোক্তা মাওলানা ইমদাদুল্লাহ আল গালীব। শুক্রবার রাজধানীর মগবাজার কনভেনশন হলে আলেমদের সর্ববৃহৎ অনলাইন বিজনেস প্লাটফর্ম 'কওমি উদ্যোক্তা' গ্রুপের ৩য় সম্মেলনে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কওমি উদ্যোক্তা গ্রুপের ফাউন্ডার রোকন রাইয়ান, কো-ফাউন্ডার মুমিনুল ইসলাম, এডমিন ও মডারেটর টিমসহ সহস্রাধিক উদ্যোক্তা ও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উদ্যোক্তা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এটু আই এর ই-কমার্স হেড রেজওয়ানুল হক জামি, বাংলাদেশ আই হসপিটালের ডিরেক্টর ডা. মাসুদ হাশমি, ডিজিটাল পল্লীর চেয়ারম্যান ইব্রাহিম খলিল, আবাবিল সোপ এন্ড কসমেটিকস লি. এর চেয়ারম্যান মাওলানা মিনহাজ উদ্দিন, আলতামিশ নাবিল, নাজিব রাফে, মিরাজ রহমান প্রমুখ।মাওলানা ইমদাদুল্লাহ আল গালীব "গালিব'স ল্যাপটপ অ্যান্ড ইলেকট্রনিক্স"-এর ওনার (নির্বাহী কর্মকর্তা)।মাওলানা ইমদাদুল্লাহ আল গালীব ফরিদপুর ভাংগার, মালিগ্রামের ক্বারী খলিলুর রহমানের সন্তান। পরিবারে মা-বাবা, পাঁচ ভাই, তিন বোন, স্ত্রী এবং দুই মেয়ে এবং তিন ছেলে আছে। নিজ গ্রামে নূরানী পড়ে পর্যায়ক্রমে দাওরায়ে হাদীস, এক বছর আরবি সাহিত্যের ওপরে উচ্চতর ডিগ্রি এবং এক বছর ইসলামি আইনশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুস সুন্নাহ মাদারীপুর থেকে। কওমি উদ্যোক্তা গ্রুপের ৩য় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মাওলানা ইমদাদুল্লাহ আল গালীব বলেন, আগ থেকেই ল্যাপটপের খুটিনাটি বিষয়ে আমার অভিজ্ঞতা ছিল। আমার পরিচিত জনেরা আমাকে দিয়ে ল্যাপটপ কেনাতো এবং ল্যাপটপে কোনো সমস্যা হলে আমার কাছ থেকেই সমাধান নিত। তিনি বলেন, আমার পরিচিতজনেরা আমাকে পরামর্শ দিল, আপনি চাইলে তো ল্যাপটপ নিয়ে ব্যবসা করতে পারেন। তাদের পরামর্শ আমার কাছে সঠিক এবং উপযুক্ত মনে হলে ল্যাপটপ নিয়ে ব্যবসা করার ইচ্ছে পোষণ করলাম। এরপরে মাত্র পঞ্চাশ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন