শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফেক আইডি থেকে দিলারা জামানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

প্রবীণ অভিনেত্রী দিলারা জামান ফেসবুক ব্যবহার করেন না। তারপরও তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার সম্পর্কে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সম্প্রতি ফেসবুকে ভুয়া আইডি খুলে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এতে চরম বিরক্তি প্রকাশ করেছেন দিলারা জামান। গত বৃহ¯পতিবার ওই আইড থেকে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দেয়া হয়। তাতে লেখা হয়, ‘আমার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। সবাই আমার জন্য দোয়া করিও’। এর কিছু সময় পরেই আরেকটি স্ট্যাটাসে লেখা হয়, ‘যদি হারিয়ে যাই এই পৃথিবীর পরে, যদি বলি আর এসো না ফিরে, জেনে রেখো ভালোবেসেছিলাম ভবে।’ এসব স্ট্যাটাস সত্যি ভেবে প্রখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদসহ অন্যরা শেয়ারও করেছেন। তবে এ ব্যাপারে দিলারা জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্মিত হন। নিজের অসুস্থতার কথা শুনে চমকে ওঠেন তিনি। তিনি বলেন, আমি ভালো নেই কে বলল? এখনও বেশ ভালোই আছি। তাহলে ফেসবুকের অসুস্থতার খবর কে দিয়েছে জানতে চাইলে অবাক হয়ে বলেন, বর্তমানে আমি তো ফেসবুক ব্যবহার করি না। হয়ত কেউ আমার নামে ভুয়া আইডি খুলেছে। আর আমার স¤পর্কে ভুল তথ্য প্রচার করছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এখনও সুস্থ আছি, ভালো আছি। দিব্যি অভিনয় করে যাচ্ছি। তিনি বলেন, কিছু মানুষ কেন আমার সঙ্গে এমন করছে, সেটাই বুঝতে পারছি না। অসুস্থ শুনে আমাকে অনেকেই ফোন দিচ্ছে। এ কেমন ব্যাবহার করছে তারা। তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, ২০২১ সালেও আমার নামে ভুয়া আইডি খুলে বিভিন্ন বিষয়ে অপপ্রচার করেছে। কিন্তু কেন খুলল কিছুই বুঝতে পারছি না। আমার সব খবর তাদের কাছে থাকে। ওই আইডি দেখে মনে হতেই পারে, ওটাই আমার আইডি। কখন কী লেখে সেটা তো বলা যায় না। আমার বয়স হয়েছে, তাই এই সময়ে এসে বিতর্কের মুখে কেউ ফেলে দিলে, সেটা যে কেউ বিশ্বাস করতে পারে। এতে আমি খুবই বিরক্ত হচ্ছি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন