ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে বিশ্বের সর্বোচ্চ অর্থনীতির ২০ দেশের সংগঠন জি-২০ ঐকমত্যে পৌঁছাতে পারেনি। চীন ও রাশিয়া যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় সংগঠনের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়নি।
আল জাজিরার খবর অনুসারে, ভারতের সভাপতিত্বে দেশটির বেঙ্গালুরু শহরে শনিবার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুদ্ধের বিষয়টি উত্থাপন করতে আগ্রহী ছিল না ভারত। কিন্তু পশ্চিমা দেশগুলো পীড়াপীড়ি করে। তবে শেষ পর্যন্ত পশ্চিমাদের জোরাজুরিতে কোনো লাভ হয়নি।
জি-২০ সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবের অর্থ হলো- ভারতের সভাপতিত্বে বৈঠকের সারসংক্ষেপ এবং ফলাফলের নথি ইস্যু করা হয়েছে। যাতে কেবলমাত্র দুই দিনের আলোচনার সারাংশ এবং মতবিরোধ উল্লেখ করা হয়।
ওই সারসংক্ষেপে বলা হয়, বেশিরভাগ সদস্য ইউক্রেনের যুদ্ধের তীব্র নিন্দা করেছে এবং জোর দিয়ে বলেছে যে, এই যুদ্ধ মানবিক দুর্ভোগের কারণ এবং বিশ্ব অর্থনীতিতে বিদ্যমান ভঙ্গুরতাকে বাড়িয়ে তুলছে। এটি সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত, আর্থিক স্থিতিশীলতার ঝুঁকি এবং অব্যাহত শক্তি ও খাদ্য নিরাপত্তাহীনতা বাড়িয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন