শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি -বিএসএফর পতাকা বৈঠক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৮ পিএম

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে এগারোটায় কলারোয়া উপজেলার চেরাখালি ধামাকা স্থানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ১১ টা ৪০ মিনিট পর্যন্ত চলে।

এখানে বিজিবির সাত সদস্যের প্রতিনিধিত্ব করেন,৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক। অপরদিকে, বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিত্ব করেন,১১২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক শ্রী চন্দ্র শেখর।
বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালান,নারী-শিশু পাচার এবং অবৈধ পারাপার বন্ধ রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন