শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএনপি এখন খড়ার কবলে -ওবায়দুল কাদের

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৯ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি এখন করার কবলে। অসুস্থ হয়ে তারা অচিরেই হাসপাতালে যাবে। তারা এবার নির্বাচন না করলে আই সি ইউ তে যাবে। তিনি আজ রোববার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঘাটারচর কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ অফিসের সামনে বিএনপি'র সন্ত্রাস নৈরাজ্য ষড়যন্ত্র অপরাধনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন মির্জা ফখরুল ইসলাম আবার লাফাতে শুরু করেছেন। তাদের উদ্দেশ্য করে বলেন জনগণ নেই । নির্বাচন সংবিধান মোতাবেকই হবে। আপনারা কি দিয়ে নির্বাচন প্রতিরোধ করবেন। আপনারা যে হাত দিয়ে নির্বাচন প্রতিহত করতে আসবেন, ভোকেন্দ্র ভাঙচুর করতে আসবেন সেই হাত ভেঙ্গে দেওয়া হবে। তাদের মতলব ভালো নয়। তারা এখন উল্টোপাল্টা শুরু করেছেন।তাদের আন্দোলনের গতি এখন কমে গেছে। তারা এখন নতুন করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। তিনিবিএনপির মহাসচিব ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন ১৯৭৫ আর ২০২৩ এক নয়।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা সড়ক পরিবহন এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী ডা: এনামুর রহমান, শাক্তা ইউপি চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব,কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ আওয়ামী লীগ সাধারন সম্পাদক শাহীন আহমেদ,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন