শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

আবারও সিএসই’র চেয়ারম্যান হলেন আসিফ ইব্রাহিম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১৫ পিএম

আবারও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসিফ ইব্রাহিম। ডিমিউচ্যুয়ালাইজেশন আইন ২০১৩ অনুসারে আগামী তিন বছরের জন্য সিএসইর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সিএসই’র বোর্ড সভায় তাকে নির্বাচিত করা হয়। আসিফ ইব্রাহিম সিএসইর চেয়ারম্যান হিসেবে ৩ বছর মেয়াদে ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করেছেন। ফের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে সিএসই বোর্ডে আগামী তিন বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য আসিফ ইব্রাহিম, আব্দুল হালিম চৌধুরী, কাসিফ রেজা চৌধুরী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসেন, ইস্তার মহল এবং নাকিব উদ্দিন খানকে মনোনিত করেন। এরপর সিএসই’র বোর্ড তাদের নিয়োগ দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন