সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জার্মান ট্যাঙ্কের সরবরাহ ইউক্রেনে সংঘাত আরও তীব্র করবে: রাষ্ট্রদূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৬ পিএম

কিয়েভে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহ করার বার্লিনের সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক কারণ এটি সংঘাতকে উচ্চতর স্তরে নিয়ে যায়, জার্মানিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ রোববার বলেছেন।

‘জার্মান সরকার কিয়েভে শুধুমাত্র ভারী লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের অনুমোদন দেয়নি বরং অন্যান্য দেশগুলোকেও অনুমতি দিয়েছে, যাদের কাছে এই প্রাণঘাতী যানগুলো রয়েছে, সেগুলি ইউক্রেনে পুনরায় রপ্তানি করার জন্য,’ তিনি আরটি ডিই-এর সাথে একটি সাক্ষাতকারে বলেছিলেন৷

এ সিদ্ধান্তটি ‘একটি অটল নিয়ম লঙ্ঘন করেছে, যা যুদ্ধ-পরবর্তী দশকগুলিতে জার্মানির পররাষ্ট্র নীতির একটি মৌলিক নীতি হিসাবে কাজ করেছে এবং যা বিরোধপূর্ণ অঞ্চলে জার্মান অস্ত্র সরবরাহের উপর নিষেধাজ্ঞার কথা বলে,’ তিনি জোর দিয়ে বলেছিলেন, ‘আমরা এ সিদ্ধান্তটিকে অত্যন্ত বিপজ্জনক হিসাবে বিবেচনা করি। এটি খোলাখুলিভাবে সংঘাতকে বৃদ্ধির একটি নতুন স্তরে নিয়ে আসে এবং জার্মানির পক্ষ হতে জার্মানির অনিচ্ছার বিষয়ে জার্মান রাজনীতিবিদদের পূর্ববর্তী বিবৃতির বিপরীতে চলে।’

প্রকৃতপক্ষে, বার্লিনের পদক্ষেপের অর্থ হল জার্মানি ‘মহান দেশপ্রেমিক যুদ্ধের সময় নাৎসি নৃশংসতা ও অপরাধের জন্য রাশিয়ান জনগণের সামনে তার ঐতিহাসিক দায়িত্বের স্বীকৃতি থেকে নিজেকে প্রত্যাখ্যান করেছে (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পূর্ব ফ্রন্ট যেখানে সাবেক সোভিয়েত ইউনিয়ন নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছিল), যার কোনো সীমাবদ্ধতা নেই,’ নেচায়েভ বলেছেন, ‘নাৎসিবাদ থেকে জার্মানির মুক্তি, যুদ্ধ-পরবর্তী পুনর্মিলন, জার্মানির একীকরণের জন্য আমাদের জনগণের প্রতি জার্মানদের কৃতজ্ঞতার অনুভূতি মনে রাখা এখন প্রথাগত নয়, যেখানে আমাদের দেশও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।’

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন যে, মস্কো ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহকে ইউক্রেনের সংঘাতে পশ্চিমাদের ক্রমবর্ধমান সম্পৃক্ততা হিসাবে বিবেচনা করে। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন