দেশের দক্ষিণ-পূর্ব জনপদের অন্যতম পূণভূমি কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা দরবার শরীফের দুইদিন ব্যাপি ৭৭ তম ইসালে সওয়াব মাহফিল মঙ্গলবার রাতে কোরআন খতমের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে বুধবার থেকে দুই দিনব্যাপি মাহফিলের কার্যক্রম শুরু হবে।বৃহস্পতিবার দিনরাত মাহফিলের কার্যক্রম চলবে শুক্রবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি ঘটবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুমিল্লা জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো ভক্ত,আশেকান,মুরিদানরা ইসালে সওয়ার মাহফিলে শরিক হওয়ার জন্য পূন্যভূমি মৌকারা দরবার শরীফ সুবিশাল প্রাঙ্গণে চলছে জমিয়াতুস সালেকিন, যুব সলেকিন ও ছাত্র সালেকিনের ৪ শতাধিক সদস্য ও সেচ্ছাসেবীদের কর্মতৎপরতায় দেশের দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্ত,আশেকান,শামিল হওয়ার মধ্যে দিয়ে বুধবারে পূর্ণভূমি মৌকারা পরিনত হবে ওলি আওলিয়ার প্রেমি ধর্মাপ্রান মুসলমানদের মিলনমেলায়। মৌকারা দরবার শরীফের মরহুম পীর শাহসূফি আলহাজ্ব মাওলানা অলী উল্লাহ (র:)এর ১৭তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ৭৭তম ওই মাহফিলে মৌকারা দরবার শরীফের বর্তমান পীর ছাহেব বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলার সভাপতি ও বাংলাদেশ জমিয়াতুস সালেকীন আমির আলহাজ্ব শাহ মুহাম্মদ নেছারউদ্দীন ওয়ালী উল্লাহী ত্বরীকা ,দ্বীনি শিক্ষা,জিকিরের তালিমসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন মাহফিলের শেষ দিন উপস্থিত থাকার কথা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন