গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিনা প্রতিদন্দীতায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার ( ২৭ফেব্রুয়ারী) সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছিল।এদিন মতিয়ার রহমান হাজরাকে বিনা প্রতিদন্দীতায় মেয়র নির্বাচিত ঘোষণা করে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা। এর আগে তিনি মেয়র পদে আওয়ামীলীগের টিকিট পেয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।এ-নির্বাচনে পৌরসভাটিতে তার বিপক্ষে আর অন্য কোন প্রার্থী না থাকায় বিনা ভোটে মতিয়ার রহমান হাজরা মেয়র নির্বাচিত হলেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা বলেন প্রার্থীতা প্রত্যাহারের পর প্রতিদন্দী প্রার্থী মেয়র পদে কেবল মাত্র একজন হওয়ায় বিধি ১০ এর উপ-বিধি(১) দফা (গ) এর অধীন মতিয়ার রহমান হাজরাকে মেয়র পদে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন