শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফতুল্লায় কয়েল কোম্পানিতে বিএসটিআই’র অভিযান, জরিমানা ২ লাখ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ৭:৩৫ পিএম

ফতুল্লায় বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন ও মোড়কজাতকরণ সনদ না থাকায় এক কয়েল কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় বিএসটিআই। বুধবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় ফতুল্লা থানা এলাকায় বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য কয়েল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে সিফাত কনজ্যুমারকে টাকা ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত কয়েল উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন