শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় এক কেজি স্বর্ণ আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ৮:২১ পিএম

সাতক্ষীরায় এক কেজি আট গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার আটক করেছে বিজিবি। বুধবার (১ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এক প্রেস বার্তায় জানিয়েছেন, মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়ার দক্ষিণ সোনাবাড়িয়া এলাকায় বিজিবির সদস্যরা দুপুরে অভিযান চালায়।

এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থানে তল্লাশী করে ০৮টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ০৮ গ্রাম। যার মূল্য ৮০ লক্ষ চৌষট্টি হাজার টাকা।
এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা করা ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন