আর্জেন্টিনায় জাতীয় গ্রিডে আগুন লেগেছে। এতে আর্জেন্টিনার অর্ধেকের বেশি অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়, রাজধানী বুয়েন্স আইরেসসহ আরও কয়েকটি বড় বড় নগরী এবং সেগুলোর আশেপাশের গ্রামাঞ্চলের একটি বড় অংশ সম্পূর্ণরূপে বা আংশিকভাবে অন্ধকারে ডুবে গেছে।
খবরে বলা হয়, দেশটির একটি মাঠ থেকে ওই আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়লে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইনগুলোকে ক্ষতিগ্রস্ত করে। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়।
বিবিসি জানায়,দেশটির বড় বড় নগরীগুলোর অবস্থা সবচেয়ে ভয়াবহ। বুয়েন্স আইরেস মেট্রোপলিটন এলাকায় এখনো দেড় লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।
আর্জেন্টিনা বিদ্যুৎহীন হয়ে পড়ার ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ সালে বিদ্যু বিভ্রাটের কারণে আর্জেন্টিনা ছাড়াও প্রতিবেশী দেশ উরুগুয়ের হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন