রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিশ্বজয়ী আর্জেন্টিনা দলকে মেসির ‘সোনার’ আইফোন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

জাতীয় দল সতীর্থদের প্রতি লিওনেল মেসির ভালোবাসা নতুন কিছু নয়। অনেকবার তার এই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা গেছে। কাতার বিশ্বকাপেই যেমন রদ্রিগো দি পল চোট লুকিয়ে খেললেও তাঁকে সমর্থন দিয়েছিলেন মেসি। এবারও আর্জেন্টিনা জাতীয় দলের সদস্যদের প্রতি মেসি নিজের ভালোবাসাটা বুঝিয়ে দিলেন, তবে একটু অন্যভাবে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দলের সবাইকে সোনার প্রলেপ দেওয়া বিশেষ মডেলের আইফোন ১৪ মুঠোফোন উপহার দিয়েছেন মেসি। এই উপহারের তালিকা থেকে বাদ পড়েনি আর্জেন্টিনা দলের কোচিং স্টাফও। সব মিলিয়ে ৩৫টি বিশেষ আইফোন উপহার দিয়েছেন মেসি। বিশেষভাবে বানানো বলা হচ্ছে কারণ, সোনার প্রলেপ দেওয়া এই ফোনের পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, তিনটি তারকা, খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর খোদাই করা আছে। আর একটি কথাও লেখা হয়েছে ‘বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২’। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘সান’- এর বরাত দিয়ে ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, এই ৩৫টি আইফোনের পেছনে ২ লাখ ১০ হাজার ডলার খরচ করেছেন মেসি। মুঠোফোনগুলো ২৪ ক্যারটে তৈরি এবং গত শনিবার সেগুলি মেসির বাসায় পৌঁছে দেওয়া হয়। প্যারিসে লিওনেল মেসির বাসায় সবাইকে ডেকে বিশেষ ফোনগুলো হাতে তুলে দেয়া হয়। জাতীয় দল সতীর্থদের সঙ্গে এ মাসের শেষে দেখা হবে মেসির। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন