বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মাত্র ১১৪ টাকায় বাড়ি কিনুন ইতালিতে!

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

ইতালিতেই মাত্র ১ ইউরোতে, মানে ১১৪ টাকায় কিনতে পারবেন আস্ত বাড়ি। শুনে অবাক লাগলেও এমনই এক অফার চলছে ইতালির সান্ট’এলিয়া আ পিয়ানিসি নামের মনোমুগ্ধকর শহরে। জানা যায়, ইতালির স্থানীয় প্রশাসন কিছুস্লিপি টাউনের রিঅ্যাওকেনিং প্রজেক্ট নিয়েছে। এর আওতায় ইটালির মোলিজে অঞ্চলে এই রকম আটটি বাড়ির বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেগুলির প্রত্যেকটির দাম মাত্র ১১৪ টাকা। এসব বাড়ি কিনতে গেলে আপনাকে একটা শর্ত মানতে হবে। যেমন- যা যা বাধ্যতামূলক খরচপাতি করতে হয়, এক্ষেত্রেও সেসব করতে হবে। বাড়ি কেনার খরচ ১১৪ টাকা হলেও আরও কিছু লুকানো খরচ রয়েছে। ইতালির সান্ট’এলিয়া আ পিয়ানিসি’র এই বাড়ি কিনতে ডিপোজিট মানি হিসেবে দিতে হবে ৫০০০ ইউরো। মানে ৪,৪০৩ পাউন্ড বা ৫,৩৩০ ডলার। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫ লাখ ৬৮ হাজার টাকা। ইতালির মতো দেশে নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণের জন্য এই টাকা ডিপোজিট কমই বলা যায়। মূলত উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইতালির নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসলে দীর্ঘদিন ধরে বড় শহরগুলিতে গিয়ে ভিড় জমাচ্ছে। এর ফলে ইতালির বিভিন্ন জনপদ ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে। সে কারণেই মানুষকে গ্রামে ফেরাতে এমন সব অফার দিচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন