শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভিন্ন ধারার গল্পের সিনেমা আদম

বিনোদনদ রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

আবু তাওহীদ হিরণ পরিচালিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। প্রায় চার বছর পর সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। ২০১৮ সালের শেষের দিকে মংলা, সুন্দরবন ময়মনসিংহ, জামালপুর ও কুয়াকাটার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। নির্মাতা জানান, সিনেমাটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। শীঘ্রই এটি মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে আদম। জঙ্গল,সমুদ্র, গ্রাম সবকিছু মিলিয়ে ৫১ দিন শুটিং করা হয়েছে। আদম এমন একটি জাতি যাদের স্বজাতি ছাড়া অন্য কোন শত্রু নেই। এই বহুরূপী আদম জাতির মধ্যে রয়েছে আলাদা ধরনের কিছু আদম, যারা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেয়। আবার এ জাতির মধ্যেই রয়েছে যে নিজের জন্য অন্যের সবকিছু উজাড় করে নেয়। আমার ভাষায়, আদম থেকে আদম সন্তান কেউ ফেরেশতা, কেউবা শয়তান। আদমদের এই সব বিচিত্র রূপ নিয়ে নির্মিত হয়েছে আদম সিনেমাটি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও ঐশী। ইয়াশ বলেন, এরকম গল্প নিয়ে এর আগে আমার কোনো সিনেমা করা হয়নি। এই প্রথম সাহস করে সিনেমাটি করেছি। আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার বিশ্বাস, দর্শক এই কষ্টের মূল্য দেবেন। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য এবং রাইসুল ইসলাম আসাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন