প্রশ্নের বিবরণ : আমি একটি বাড়িতে লজিং থেকে খানা খাই। ওই বাড়ির ছেলের বৌ কে আমি ভাবি বলে ডাকি। ওনাকে যতবার দেখি খারাপ চিন্তা ভাবনা মাথায় চলে আসে। যতবার তাকাই কু দৃষ্টিতে তাকাই। আগে এরকম হতো না, কয়েক জনের উৎসাহতে এ রকমটা হচ্ছে। এর থেকে মুক্তির উপায় কি? লজিং ছাড়া সম্ভব না। আর তিনবেলা ভাবিই খাবার দেয়, আবার মিষ্টি মিষ্টি কথাও বলে? এসব নিয়ে খুবই চিন্তিত আছি। করণীয় কি?
উত্তর : আপনি নজর আনত রাখার চেষ্টা করুন। তার সামনে যাওয়া বা কথা বলা এড়িয়ে চলুন। কোনোরকম খানা খেয়ে চলে আসবেন। অথবা খানা গিয়ে না খেয়ে আনানোর নিয়ম চালু করুন। এভাবেও যদি ফেতনার আশঙ্কা থাকে, তাহলে লজিং মাস্টারকে বলে বাইরের ঘরে খাবার খাওয়ার ব্যবস্থা করুন। যদি এরপরেও গুনাহের ভয় হয়, তাহলে মুরব্বীদের বলে লজিং ছেড়ে অন্য কোনো ব্যবস্থার চেষ্টা করুন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন