শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কোনো ভূমিদস্যু মাদককারবারির যুবলীগে ঠাঁই হবে না : শেখ পরশ

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বাংলাদেশ যুবলীগ হবে মানবিক ও মানুষের জল্যাণে কাজ করে তাদেরকে নেতৃত্বে আনতে হবে। কোন ভূমিদস্যু, মাদক কারবারীর যুবলীগে ঠাঁই হবে না। কোন দুর্ণীতিবাজকে যুবলীগের পদে আনা হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়ন বিএনপি-জামাতের গায়ের জ্বালা। এ কারণে পদযাত্রার নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে ওঠে পড়ে লেগেছে। দেশের টাকা মেরে বিদেশে পাচার করেছে তারেক রহমান, ওই টাকা আমরা দেশে ফিরিয়ে আনছি। বেগম জিয়া এতিমের টাকা মেরে খেয়ে এখন নির্বাচনে অযোগ্য হয়ে পড়েছে। গত নির্বাচনে প্রতিটি আসনে একাধিক ব্যক্তিকে অর্থের বিনিময়ে মনোনয়ন দিয়েছেন। এ কারণে বিএনপি-জামায়াতের লোক মানেই প্রতারক।
গতকাল শনিবার সকাল ১১টায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ফুটবল মাঠে জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
রাজবাড়ী জেলা যুবলীগের আহবায়ক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য করেন, আ.লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর পক্ষে তার ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রকিবুল ইসলাম শান্তনু, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আকবর আলী মর্জি, রেজাউল হক রেজা, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, এড. খোদেজা নাসরিন আকতার হোসেন এমপি, বাংলাদেশ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ডা. আওরঙ্গজেব আরু, এড. ইয়াছির আরাফাত রামিম, এড. রেজা ই রাব্বী, আশরাফুল ইসলাম রতন প্রমুখ। পরে রাজবাড়ী পৌরসভায় দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন