ইউক্রেনে যুদ্ধট্যাংক নির্মাণ কারখানা স্থাপনের বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করছে জার্মানির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল। গতকাল শনিবার সংবাদপত্র রাইনেশা পোস্ট কোম্পানিটির সিইও আরমিন প্যাপারগারের এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
রাইনমেটাল গোলাবারুদ, সামরিক অস্ত্রশস্ত্র ও লেপার্ড ট্যাংক তৈরি করে। এর আগে প্রয়োজন হলে ইউক্রেনে ১৩৯টি লেপার্ড যুদ্ধট্যাংক সরবরাহের কথা জানিয়েছিল কোম্পানিটি।
আরমিন প্যাপারগার বলেন, ২০০ মিলিয়ন ইউরো ব্যয়ে ইউক্রেনে রাইনমেটালের একটি প্ল্যান্ট স্থাপন করা যাবে। এ প্ল্যান্ট থেকে বছরে ৪০০ প্যান্থার যুদ্ধট্যাংক তৈরি করা যাবে। প্যান্থার মডেল কোম্পানিটির সর্বাধুনিক যুদ্ধট্যাংক।
তিনি বলেন, ইউক্রেনীয় সরকারের সঙ্গে আলোচনা প্রতিশ্রুতিশীল এবং আগামী দুই মাসের মধ্যে সিদ্ধান্ত হতে পারে বলে আমি আশাবাদী।
প্যাপারগার আরও বলেন, রুশ আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করতে ইউক্রেনকে যথেষ্ট অস্ত্র দিচ্ছে পশ্চিমা মিত্ররা। তবে রাশিয়ার দখল করা অঞ্চল সম্পূর্ণ পুনর্দখল করতে বর্তমানে ইউক্রেনীয়দের কাছে যথেষ্ট সামরিক সরঞ্জাম নেই।
তিনি বলেন, ইউক্রেনের ৬০০ থেকে ৮০০ যুদ্ধট্যাংক প্রয়োজন। আর এর জন্য দ্রুত নতুন ট্যাংক নির্মাণ শুরু করতে হবে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন