মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আরও ‘লর্ড অব দ্য রিংস’ ফিল্মের প্রস্তুতি নিচ্ছে ওয়ার্নার ব্রাদার্স

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

জে. আর. আর. টলকিনের অ্যাডভেঞ্চার রূপকথা ‘লর্ড অফ দ্য রিংস’ অবলম্বনে এ যাবত কত যে সিরিজ ফিল্ম আর এনিমেশন নির্মিত হয়েছে তার তালিকা দীর্ঘ। শুধু পিটার জ্যাকসন ‘লর্ড অফ দ্য রিংস’ নিয়ে তিনটি ফিল্ম নির্মাণ করেছেন যে ফিল্ম তিনটি প্রায় তিনশ’ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়ে আয় করেছে প্রায় তিন বিলিয়ন ডলার। এই ফিল্ম তিনটি মুক্তি পেয়েছে ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে। একই পরিচালক ‘লর্ড অফ দ্য রিংস’ কাহিনীর প্রিকুয়েল হিসেবে প্রায় সাড়ে সাতশ’ মিলিয়ন ডলার বাজেটে ‘দ্য হবিট’-এর তিনটি ফিল্ম। ২০১২ থেকে ২০১৪ তে মুক্তিপ্রাপ্ত ‘দ্য হবিট তেমন প্রশংসিত না হলেও আয় করেছে ২.৯ বিলিয়ন ডলার। হলিউড রিপোর্টার জানিয়েছে, ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমা এমব্রেসার গ্রুপ এবির সঙ্গে কয়েক বছরের এক চুক্তি করেছে। এই এমব্রেসার গ্রুপ এবি ‘লর্ড অফ দ্য রিংস’-এর ইন্টেলেকচুয়াল রাইটসের অধিকারী যার অধীনে ফিল্ম, সিরিজ, ভিডিও গেম, বিভিন্ন পণ্য, থিম পার্ক এবং লাইভ প্রডাকশনের মত কনটেন্ট ও স্থাপনা তৈরি করা যাবে। আসন্ন এসব ফিল্ম বা ফিল্মগুলো ‘লর্ড অফ দ্য রিংস’ এবং ‘দ্য হবিট’ ট্রিলজি দ্বয়ের পুনর্নির্মাণ হবে না বলে জানা গেছে। পিটার জ্যাকসন, ‘লর্ড অফ দ্য রিংস’ নির্মাণে তার পার্টনার ফ্র্যান ওয়ালশ এবং ফিলিপা বোয়েন্স জানিয়েছেন তারা নতুন এই প্রয়াস সম্পর্কে অবগত আছেন। অ্যামাজন এর আগে ‘লর্ড অফ দ্য রিংস’-এর টিভি স্বত্ব অর্জন করে গত বছর ‘রিংস অফ পাওয়ার’ নামে টিভি সিরিজ মুক্তি দেয় গত বছর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন