শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

৮ মার্চ জয় বাংলা কনসার্ট

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

আগামী ৮ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। করোনা মহামারির কারণে দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্ট। প্রতিবছর ৭ মার্চ কনসার্টটি অনুষ্ঠিত হলেও পবিত্র শবে বরাতের কারণে একদিন পিছিয়ে ৮ মার্চ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়। এবারের কনসার্টে মোট ৯টি ব্যান্ড পারফর্ম করবে। এর মধ্যে রয়েছে আর্টসেল, ক্রিপটিক ফেইট, চিরকুট, নেমেসিস, লালন, আরেকটা রক ব্যান্ড মেঘদল, অ্যাভয়েড রাফা ও কার্নিভ্যাল। বরাবরের মত এবারও কনসার্ট দেখতে কোনো টিকেট লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেখান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ইয়াং বাংলার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ঢুকতে হবে। উল্লেখ্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে ২০১৫ সাল থেকে তারুণ্যভিত্তিক সংগঠন ইয়াং বাংলা এই আয়োজন করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন