পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা ঘিরে সংঘর্ষের ঘটনায় পুলিশ,র্যাব ও কাদিয়ানীদের করা মামলায় পাড়া-মহল্লায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন মানুষ।সোমবার সকাল পর্যন্ত আটক করা হয়েছে ৮১ জন।পঞ্চগড় সদর থানার চারজন উপ-পরিদর্শক একজন র্যাব কর্মকর্তা ও ওসমান গনি নামের এক ব্যক্তি মামলাগুলো দায়ের করেন।ছয়টি মামলায় হাজার হাজার অজ্ঞাত আসামী করা হয়।
মামলায় অভিযোগ আনা হয়েছে, সরকারি কাজে বাধা,ককটেল বিস্ফোরক,অন্যায় আক্রমন, ভাঙচুর লুটপাট, অগ্নিসংযোগ, জখমসহ হুকুমদান।
এর আগে শুক্রবার যোহরের নামাযের পরে কাদিয়ানীদের সালানা জলসা বন্ধ ঘোষণার দাবিতে পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ করলে পুলিশ বাঁধা দেয়।এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ মুসল্লীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।বিক্ষুব্ধ মুসল্লীদের দিকে লক্ষ্য করে অসংখ্য রাবার বুলেট, টিয়ারশেল এবং কাদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ । অপরদিক থেকে মুসল্লীরাও ইট পাটকেল নিক্ষেপ করে। এতে একজন মুসল্লি ও একজন কাদিয়ানী সম্প্রদায়ের যুবক নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।
পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা ৬ টি মামলা রুজু ও ৮১ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন