শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

কুবিতে মানসম্মত মেডিক্যাল চাই

চিঠিপত্র

মোহাম্মদ আল-আমিন | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসা প্রদানের জন্য স্থাপন করা হয় মেডিকেল সেন্টার। কিন্তু যদি তা হয় মানহীন তাহলে ভোগান্তি হয় সীমাহীন। তেমনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থাকলেও সেখানে নেই মানসম্মত চিকিৎসার কোনো ব্যবস্থা। রয়েছে পর্যাপ্ত ঔষধ, মেডিকেল সরঞ্জামের ঘাটতি। উদরাময় আর মাথা ব্যাথা ব্যতীত নেই অন্য রোগের ঔষধ। এন্টিবায়োটিকসহ অন্যান্য ঔষধ বাইরের ফার্মেসি থেকে কিনতে হয়। সামান্য কাটা-ছেঁড়াতেও যেতে হয় কুমিল্লা শহরের হসপিটালগুলোতে। এতে একজন শিক্ষার্থীকে গুনতে হয় অনেক টাকা। এই যদি অবস্থা হবে, তাহলে এই মেডিকেল সেন্টারের প্রয়োজনীয়তা কোথায়? তাই পর্যাপ্ত ঔষধ ও অন্যান্য সরঞ্জাম জরুরি ভিত্তিতে সর্বরাহের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন